“নবীনগরে আওয়ামী লীগের আমলে তিন গুণ বেশি উন্নয়ন হয়েছে” সাবেক এমপি ফয়জুর রহমান
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৬/০৩/২০২৩ , ৮:৫৪ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জেলা সংবাদ,সারাদেশ


শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : “পচাত্তরের পর অন্যান্য দলের সরকার গুলোর তুলনায় ২০০৮ থেকে ২০২২ সাল পর্যন্ত আওয়ামী লীগের সরকারের আমলে নবীনগরে তিন গুণ বেশি উন্নয়ন হয়েছে।”
বৃহস্পতিবার (১৬ই মার্চ) বিকেলে ঢাকার গাজীপুরস্থ নিজ বাসভবনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রায় অর্ধশত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতের সময় নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া-৫) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল এসব কথা বলেন। এসময় তিনি আসন্ন জাতীয় নির্বাচনে আবারো নৌকার প্রার্থী হয়ে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
তিনি সংসদ সদস্য থাকাকালীন ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত নবীনগরের প্রভুত উন্নয়ন কর্মকাণ্ড গুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
বর্তমান এমপি এবাদুল করিম বুলবুলের সময়ে উন্নয়নের ধারা স্তিমিত হয়ে যাওয়ার বিষয়টি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে, তিনি (ফয়জুর রহমান) কোভিড এবং কোভিড পরবর্তী দেশের অর্থনৈতিক মন্দাকে দায়ী করে তিনি বলেন, এই সময় যদি আমি নিজে সংসদ সদস্য থাকতাম, তাহলেও উন্নয়নের ধারা অব্যাহত রাখা অনিশ্চিত হতো।
তিনি আরো বলেন, যদি তিনি আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয়ন পান। তবে, তিনি অবশ্যই তার(ফরজুর রহমান) সময়েস অসমাপ্ত কাজগুলো গুলো সমাপ্ত করার মাধ্যমে নবীনগরের জনগণের সার্থে যোগাযোগ ব্যবস্থা তথা অবকাঠামোগত উন্নয়নের কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, যদি তিনি নৌকার মনোনয়ন না পান, তারপরও তিনি নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নৌকার প্রার্থীর পক্ষে অবস্থান করে নির্বাচনী প্রচারণায় অংশ নেব বলেও জানান সাবেক এমপি ফয়জুর রহমান বাদল।
আনুষ্ঠানিক সৌজন্যে সাক্ষাতের সময় নবীনগরের সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য, মাহাবুব আলম লিটন, গৌরাঙ্গ দেবনাথ অপু, সঞ্জয় সাহা, আসাদুজ্জামান কল্লোল, জালাল উদ্দীন মনির, রেজাউল করিম বাবুল, নূরে আলম বিপ্লব, নূরউন নবী, খান জাহান আলী চৌধুরী সহ প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।