আজ: ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৪ হিজরি, সকাল ৯:৫৯
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ, রাজশাহী বিভাগ, সারাদেশ বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ০১

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ০১


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৬/০৩/২০২৩ , ২:৪৬ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,রাজশাহী বিভাগ,সারাদেশ


স্টাপ রিপোর্টারঃ বগুড়া সদরে আলু বোঝাই ট্রাক উল্টে অটোরিকশা চালক মোকারম হোসেন (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

১৬ই মার্চ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭ টায় বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোকারম হোসেন শিবগঞ্জ উপজেলার গরনা গ্রামের মৃত আছের আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক জানান, বৃহস্পতিবার সকালে রংপুর দিক থেকে আলু নিয়ে একটি ট্রাক বগুড়া দিকে যাচ্ছিল। বাঘোপাড়া বন্দরে ট্রাকটির সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ফলে ট্রাকের নিচে চাপা পড়ে অটোরিকশা চালক মোকারম ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, মোকারম তার বাড়ি থেকে রিকশা নিয়ে বগুড়ায় আসার পথে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক চালক ও তার সহকারী পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি৷ তবে ট্রাক জব্দ করা হয়েছে। মোকারমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

comments