বিজয়নগরে বিজিবি’র অভিযানে ১০৭ কেজি গাঁজাসহ দুইটি গাড়ি জব্দ
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৩/০৩/২০২৩ , ৫:০৪ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জেলা সংবাদ,সারাদেশ


শাহনেওয়াজ শাহ্, বিজয়নগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সেজামুড়া এলাকা থেকে ১০৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বিজিবি।
সোমবার ভোর রাতে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সেজামোড়া দক্ষিণপাড়া মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের বাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে এ ১০৭ কেজি গাঁজা জব্দ করে বিজিবি সদস্যরা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ীরা পালিয়ে যায়।
মুকুন্দপুর বিজিবি ক্যাম্পের নায়ক মোহাম্মদ ইউছুফ জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামোড়া এলাকায় আমার বিজিবির বিশেষ টিমের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে গাঁজাসহ দুইটি গাড়ি জব্দ করা হয়।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ জানান, বিজিবির বিশেষ টহল দল বিজয়নগর উপজেলার সেজামোড়া এলাকায় গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। এসয় মাদক বহনকারী একটি ডিস্ট্রিক্ট ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়। মাদক চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।