অস্কার মঞ্চে কী বললেন দীপিকা পাড়ুকোন?
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৩/০৩/২০২৩ , ১১:০০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


৯৫তম অস্কার অনুষ্ঠানে নাট্টু-নাট্টু গানে নৃত্য পরিবেশন করা হয়। এই পারফরম্যান্সের আগে দীপিকা পাড়ুকোন মঞ্চে এসে এই গানের কথা মানুষকে জানান।
দীপিকা বলেন, সারা বিশ্বের মানুষ নাট্টু-নাট্টু গানে নাচছে। আপনি যদি এখনও এই গানটি সম্পর্কে না জানেন তবে আপনি এই পারফরম্যান্সের পরে জানতে পারবেন।
এদিকে দীপিকা পাড়ুকোনের অস্কার লুকেরও প্রশংসা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।