আজ: ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৪ হিজরি, সকাল ৮:২১
সর্বশেষ সংবাদ
আইন ও বিচার উন্মুক্ত আদালতে যেকোনো মামলার রায় বা আদেশ দিতে হবে : হাইকোর্ট

উন্মুক্ত আদালতে যেকোনো মামলার রায় বা আদেশ দিতে হবে : হাইকোর্ট


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৩/০৩/২০২৩ , ১০:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: আইন ও বিচার


খাস কামরায় নয়, বরং উন্মুক্ত আদালতে যেকোনো মামলার রায় বা আদেশ দিতে বলে নিম্ন আদালতের প্রতি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

অনলাইন জুয়ার হোতা সেলিম প্রধানের জামিন বাতিল করে সোমবার (১৩ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দিয়েছেন।

গত ১৮ ফেব্রুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় অনলাইন ক্যাসিনোর ‘গডফাদার’ সেলিম প্রধানকে বিশেষ জজ আদালতের দেওয়া জামিন বাতিল করেন হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৬ থেকে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়।

বদলিকৃত আদালতের বিচারককে রেকর্ড পাওয়ার চার মাসের মধ্যে মামলার বিচার শেষ করতে বলা হয়েছে। এ সংক্রান্ত মামলার শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছিলেন।

এ মামলায় ২৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় আজ প্রকাশ করেছেন হাইকোর্ট।

Comments

comments