কমলনগরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২৫/০২/২০২৩ , ৫:৩২ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জেলা সংবাদ,সারাদেশ


মোঃ ইব্রাহিম কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি এবং পাঠ্য পুস্তক হতে জাতিসত্তা বিরোধী বিতর্কিত বিষয় সমূহ বাতিল ও শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে কমলনগরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর উপজেলা শাখা।
উপজেলা সভাপতি মুফতি শরীফুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মোসলেহ উদ্দিন এর পরিচালনায় অধ্য রোজ শুক্রবার বিকাল ৪ টায় কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা।
মিছিলটি হাজিরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে বাজারের মূল সড়কগুলো প্রদক্ষিণ করে চৌরাস্তা মুখে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শাখা সভাপতি তার বক্তব্যে বলেন দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।মানুষের দুঃখ দুর্দশার অন্ত নেই। এর মধ্যে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে পাল্লা দিয়ে। চাল,ডাল,ভোজ্যতেল,চিনিসহ সব পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাহিরে।সরকার নিজেদের আখের গোছাতে ফের বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে।দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ।এ ব্যর্থ সরকার ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ শোরাফ উদ্দিন স্বপন। তিনি তার বক্তব্যে বলেন সরকার ২০২৩ সালের মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে ধর্ম ও জাতিসত্তা বিরোধী বিতর্কিত সিলেবাস প্রণয়ন করে মুসলমানদের সন্তানদেরকে সুকৌশলে নাস্তিক তৈরির নীল নকশা অংকন করেছে।ডার উইনের বিবর্তন বাদ থিওরীর মাধ্যমে আজ মুসলমানদের বানরের সন্তান বানানোর অপচেষ্টা চলছে। পাঠ্যপুস্তকে জনগণের বোধ বিশ্বাস, সংস্কৃতি ও জাতীয় স্বার্থকে উপেক্ষা করে সাম্প্রদায়ীক উসকানি,তথ্য ও ইতিহাস বিকৃতি ও ধর্ম ও জাতিসত্তা বিরোধী বিষয় সমূহ বাতিল করে নতুন সিলেবাস তৈরি করে নতুন বই প্রেরণ করতে হবে। এবং শিক্ষার সকল স্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।
আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কমলনগর উপজেলা সহ-সভাপতি মাও: মোস্তাফিজ, ইসলামী যুব আন্দোলন কমলনগর উপজেলা সভাপতি মাও: সিরাজুল ইসলাম মেরাজ,ইসলামী শ্রমিক আন্দোলন সভাপতি মাও: মুসলিম উদ্দিন, ছাত্র আন্দোলন ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ আক্তার হোসাইন। উক্ত মিছিলে আরো বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।