আজ: ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৪ হিজরি, সকাল ৮:৩৯
সর্বশেষ সংবাদ
আইন ও বিচার, জেলা সংবাদ, রংপুর বিভাগ, সারাদেশ রংপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় এক যুবকের ১১ বছরের কারাদণ্ড

রংপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় এক যুবকের ১১ বছরের কারাদণ্ড


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৮/০২/২০২৩ , ৭:৩৭ অপরাহ্ণ | বিভাগ: আইন ও বিচার,জেলা সংবাদ,রংপুর বিভাগ,সারাদেশ


মোঃ সাকিব চৌধুরী, রংপুর মহানগর প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় এক যুবককে চারটি ধারায় বিভিন্ন মেয়াদে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি পরিতোষ সরকার আদালতে উপস্থিত ছিলেন।

ট্রাইব্যুনালের সরকারি আইনজীবী রুহুল আমিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি পরিতোষ সরকারকে চারটি ধারায় ১ বছর, ২ বছর, ৩ বছর ও ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক। তবে সব সাজা একত্রে চলায় তাকে সর্বোচ্চ পাঁচ বছর কারাভোগ করতে হবে।’

আসামি পক্ষের আইনজীবী শামীম আল মামুন বলেন, ‘এ রায়ে ন্যায় বিচার প্রতিফলন ঘটেনি। আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’

ফেসবুকে ধর্মীয় অবমাননাকর মন্তব্য করার জেরে ২০২১ সালের ১৭ অক্টোবর রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা হিন্দু জেলে পল্লী মাঝি পাড়ায় ৩৯টি বাড়িতে হামলা-অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনটি মামলা করা হয়। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে পরিতোষ সরকারকে আসামি করে একটি মামলা করেন পীরগঞ্জ থানার এসআই ইসমাইল হোসেন।

motprokash/mohaiminul

Comments

comments