আজ: ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৪:৪৩
সর্বশেষ সংবাদ
বিনোদন সোহাগ আসছে অনুরূপ আইচের গান নিয়ে

সোহাগ আসছে অনুরূপ আইচের গান নিয়ে


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৮/১১/২০২২ , ১১:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


এস বি সোহেল : কইন্যা খ্যাত গায়ক সোহাগ প্রথমবারের মতো গাইলেন জনপ্রিয় লেখক ও গীতিকার অনুরূপ আইচের গান ‘মাইয়া’।

অনুরূপ আইচের ‘মাইয়া’ শিরোনামের এ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন সোহাগ নিজেই।

এ প্রসঙ্গে সোহাগ বলেন, অনেক আগে থেকেই আমি অনুরূপ আইচের লেখার ভক্ত। কিন্তু উনার সাথে কাজের সুযোগ হয়নি। উনার গান গেয়ে বাংলাদেশে বহু গায়ক গায়িকা তারকা খ্যাতি পেয়েছেন। তাই প্রথমবারের মতো অনুরূপ আইচের গান গাওয়ার সুযোগ পেয়ে আমিও আশাকরি, আমার গানের হারানো জৌলুশ ফিরে আসবে।

গীতিকার অনুরূপ আইচ বলেন, আপনারা জানেন, আমার লেখা ‘অযুত লক্ষ নিযুত কোটি’ গান দিয়েই ব্যান্ডশিল্পী হাসানের জনপ্রিয় গানের পূণরুত্থান হয়েছিলো। হাসানের গানের কণ্ঠের সাথে সোহাগের গান সামঞ্জস্যপূর্ণ হলেও দুজনেই জনপ্রিয় শিল্পী। তাই সোহাগের জন্য একটা এক্সপেরিমেন্টাল ফোক গান করলাম। প্রেমিকার প্রতি তীর্যক কথার গান এটি। আশাকরি গানটি জনপ্রিয়তা পাবে।

“মাইয়া” শিরোনামের এ গানটি সোহাগ অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রকাশিত হবে।

motprokash/mohaiminul

Comments

comments