ট্রেড লাইসেন্সে করেছেন ফুড সাপ্লিমেন্ট, তৈরি করছেন চানাচুর
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২৪/০৯/২০২২ , ৫:৩৬ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,রংপুর বিভাগ


মোঃ সাকিব চৌধুরী, রংপুর মহানগর প্রতিনিধিঃ ট্রেড লাইসেন্স করেছেন ফুড সাপ্লিমেন্ট উৎপাদন কারি প্রতিষ্ঠান হিসেবে কিন্তু বাস্তবে বিভিন্ন কোম্পানির নামে নিম্নমানের উপকরণে তৈরি করছেন চানাচুর।
২৪ সেপ্টেম্বর দুপুরে রংপুর মহানগরীর উত্তর-পূর্ব প্রান্তে হারাগাছ আরপিএমপি থানাধীন উমর কুঠি নামক এলাকায় ফুল আমের তল মোড়ে অভিযান চালায়, রংপুর সিটি কর্পোরেশন (রসিক)। অভিযানে নেতৃত্ব দেন ঐ দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহমুদ হাসান মৃধা। প্রসিকিউটর হিসেবে সাথে ছিলেন DSI রংপুর জনাব মোঃ মাহবুবুর রহমান।
এ সময় ঐ এলাকায় একটি দ্বিতল বাসার ভিতর অবস্থিত, “ভাই ভাই ফুডস্” নামক একটি প্রতিষ্ঠানে তদারকি কালে বিভিন্ন গুরুতর অনিয়ম ধরা পড়ে।
সেখানে তিনটি কড়াই এবং দুটি ড্রামে অতিমাত্রায় ব্যবহৃত নোংরা বাসি তেল পাওয়া যায়। দোতলায় তৈরি কৃত চানাচুর এর স্টোরেজ উন্মুক্ত থাকায় তার উপরে পাখির বিষ্ঠা ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায়। খাদ্যে ব্যবহার নিষিদ্ধ টেষ্টিং সল্ট প্রচুর পরিমাণে পাওয়া যায়। এছাড়াও ট্রেড লাইসেন্স ছাড়া পাওয়া যায় নি অন্য সব প্রয়োজনীয় লাইসেন্স, কাগজপত্র। আবার ট্রেড লাইসেন্স এর সাথে উৎপাদিত পণ্যের রয়েছে বিশাল ফারাক। ভাই ভাই নামে দাবি করলেও ডলফিন, আলামিন,যমুনা,গাজী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টিকার লাগিয়ে চলছে প্যাকেজিং। প্যাকেটের গায়ে নেই কোনো উৎপাদনর তারিখ, ওজন, উপাদান, মেয়াদ উত্তীর্ণ তারিখ এমনকি খুচরা মূল্য পর্যন্ত। প্রধান সড়কের পাশে বসতি এলাকায় সাইনবোর্ড না ঝুলিয়েই অতি গোপনে তৈরি করা এ সব নিম্নমানের চানাচুর।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহমুদ হাসান মৃধা ঐ প্রতিষ্ঠানের মালিক কে অতিদ্রুত সংশোধন হবার অঙ্গীকারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় প্রাথমিক সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে ৫০০০ টাকা নগদ জরিমানা আরোপ ও আদায় করেন।
এ অভিযানে আরো উপস্থিত ছিলেন ক্যাব রংপুরের প্রতিনিধি, রংপুর মেট্রো পলিটন প্রেস ক্লাবের প্রতিনিধি বৃন্দ, রংপুর সিটি কর্পোরেশনের কর্ম কর্তা সহ আরপিএমপি’র রিজার্ভ ফোর্স।
অভিযান শেষে ব্রিফিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদ হাসান সাংবাদিকদের উদ্দেশে বলেন জন স্বার্থে রংপুর সিটি কর্পোরেশনের ( রসিক) পক্ষে এই অভিযান অব্যাহত থাকবে।