আজ: ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সকাল ৮:৩৪
সর্বশেষ সংবাদ
আবহাওয়া, জাতীয় উঠল সতর্ক সংকেত, আবার বাড়বে গরম

উঠল সতর্ক সংকেত, আবার বাড়বে গরম


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২১/০৮/২০২২ , ১১:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: আবহাওয়া,জাতীয়


ক্রমশ দুর্বল হয়ে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ভারতের ছত্তিশগড়ের উপকূলে উঠে গেছে। যার ফলে বঙ্গোপসাগরে জারি করা সতর্ক সংকেত উঠিয়ে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আজ সন্ধ্যা পর্যন্ত মাছ ধরার ট্রলার ও নৌযানকে সাবধানে থাকতে বলা হয়েছে। রোববার (২১ আগস্ট) আবহাওয়াবিদ আফরোজ সুলতানা  এ তথ্য জানান।

তিনি বলেন, নিম্নচাপটি ছত্তিশগড়ের দিকে উপকূলে উঠে গেছে। এজন্য আমরা বঙ্গোপসাগরের সতর্ক সংকেত তুলে দিয়েছি। মোটামুটি সন্ধ্যা পর্যন্ত মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে একটু সাবধানে থাকতে বলা হয়েছে। বাতাসের গতিবেগও কমে গেছে।

এক প্রশ্নের জবাবে এই আবহাওয়াবিদ বলেন, আজ থেকে গরম অনুভূত হবে। আগামী দুই দিন সারা দেশে গরম বাড়বে। এরপর আবারও বৃষ্টি শুরু হবে। গত দুই দিন তাপমাত্রা নিম্নমুখী থাকলেও আজ থেকে তাপমাত্রার সঙ্গে গরমও ঊর্ধ্বমুখী থাকবে।

আফরোজ সুলতানা বলেন, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Comments

comments