আজ: ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৫ই রমজান, ১৪৪৪ হিজরি, সকাল ৬:১৪
সর্বশেষ সংবাদ
প্রেস বিজ্ঞপ্তি নিউজ টোয়েন্টিফোরের বিজ্ঞাপন বিভাগের প্রধান ইয়াসীন পাভেল

নিউজ টোয়েন্টিফোরের বিজ্ঞাপন বিভাগের প্রধান ইয়াসীন পাভেল


পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৯/০৬/২০২২ , ২:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: প্রেস বিজ্ঞপ্তি


ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘নিউজ টোয়েন্টিফোর’ এ মার্কেটিং অ‌্যান্ড সেলস বিভাগের ইনচার্জ হিসেবে যোগদান করেছেন ইয়াসীন হোসাইন পাভেল। গত ১৫ জুন নতুন কর্মস্থলে যোগ দেন তিনি।তার যোগদান উপলক্ষে রাজধানী গুলশানের একটি রেস্তোরাঁয় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় কেক কেটে, ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তার যোগদান মুহূর্ত উদযাপন করে নিউজ টোয়েন্টিফোর বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তারা।ইয়াসীন পাভেল বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড থেকে সাংবাদিকতায় স্নাতক পাস করেন। ২০১১ সালে কর্মজীবনের শুরুতে একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেন। পরবর্তী পাঁচ বছর দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদকর্মী হিসেবে কাজ করার পর ২০১৬ সালে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের অনলাইন বিভাগের সেলস ও মার্কেটিং বিভাগে যোগদান করেন। পরে তিনি বিভাগটির প্রধান হিসেবে পদোন্নতিও পান। আবারও পদোন্নতি পেয়ে তিনি বর্তমান কর্মস্থলে যোগ দিলেন।

Comments

comments