আজ: ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৪:৫১
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জন রোহিঙ্গা ডাকাত আটক

ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জন রোহিঙ্গা ডাকাত আটক


পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৮/০৬/২০২২ , ২:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


মোহাম্মদ ইমরান, উখিয়া, কক্সবাজার।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জন রোহিঙ্গা ডাকাত আটক করেছেন, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

সোমবার, রাত ৯ টার সময় ক্যাম্প-৯ এর সি/১১ ব্লকের আওতাধীন। একটি মক্তবের সামনে থেকে ডাকাত’দের দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে বলে জানান, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার কামরান হোসেন।

আটককৃত হলেন, আরিফুল্ল্যাহ (৩১), পিতা- মৃত নুর আহম্মদ, দোস মোহাম্মদ (২৫) পিতা- হাবিবুল্লাহ, মোহাম্মদ তৈয়ব (৩৭) পিতা- নুর মোহাম্মদ, নুর মোহাম্মদ (৩৯) পিতা- মোবারক আলী, মোহাম্মদ জোবায়ের (২৩), পিতা- ছব্বির আহম্মদ, সলিমুল্লাহ (৫৫), পিতা- সাকের মোহাম্মদ।

কামরান হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা ক্যাম্প-৯ এর আওতাধীন। একটি মক্তবের সামনে থেকে দেশীয় অস্ত্রসহ ৬ জন ডাকাত কে আটক করলে মূহুর্তে ঘটনা স্থল থেকে আরও ১৫/১৬ জন ডাকাত পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

Comments

comments