রায়পুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৬/০৬/২০২২ , ৬:৩৬ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

জহিরুল ইসলাম টিটু, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুরে রবিবার (২৬ জুন) দুপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত সভায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম।
এতে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, রায়পুর পৌর মেয়র ও আওয়ামী লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন রুবেল ভাট, রায়পুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল হায়দার বাবুল পাঠান। এছাড়াও হাসপাতালে কর্তব্যরত ডাক্তার, নার্স ও গণমাধ্যম কর্মীসহ অনেকে।
কমিটির সভায় এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।