ভূরুঙ্গামারীতে মাদকদ্রব্য বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২৬/০৬/২০২২ , ৫:৩৪ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,রংপুর বিভাগ,সারাদেশ

মোঃকামরুল হাসান কাজল ভুরুঙ্গামারী প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস/২২ উপলক্ষে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে “মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে র্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হল রুমে মিলিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, সহকারী শিক্ষা অফিসার জাকির হোসেন ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।