গাজীপুরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২৩/০৬/২০২২ , ৪:৫৭ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,ঢাকা বিভাগ,সারাদেশ

বাবুল মিয়া গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সিরাজ উদ্দিন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২২শে জুন) উপজেলার রাজেন্দ্রপুর টোক আঞ্চলিক মহাসড়কের বরহর এলাকার ওয়াজ উদ্দিনের বাড়ি সংলগ্ন এ দূর্ঘটনা ঘটে।
এতে মোটরসাইকেল আরোহী সিরাজ উদ্দিন নিহত হন। দুর্ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।
নিহত সিরাজ উদ্দিন বারিষাব ইউনিয়নের ডাওরা গ্রামের আবুল হাসেমের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, বেলা ১১.৩০ টায় রাজেন্দ্রপুর টোক আঞ্চলিক মহাসড়কে বরহর এলাকায় ওয়াজ উদ্দিনের বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।এতে দুই বন্ধু ওয়ালিদ(২৫) শিমুল (২৪) নামে আরও দু’জন উভয় পিতা অজ্ঞাত গুরুতর আহত হয়েছে।
স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় সিরাজ উদ্দিনের মৃত্যু হয়। আহত অন্যান্যদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অফিসার ইনচার্জ এ এফএম নাসিম জানান, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।