মুশফিককে ছাড়িয়ে মে মাসের সেরা ম্যাথিউস
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৩/০৬/২০২২ , ৭:৩৮ অপরাহ্ণ | বিভাগ: খেলাধূলা

মে মাসের সেরাদের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন মুশফিকুর রহিম, অ্যাঞ্জোলো ম্যাথিউস ও আসিথা ফার্নান্দো। মুশফিক-ফার্নান্দোকে ছাড়িয়ে মাস সেরা হয়েছেন ম্যাথিউস।
সোমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মে মাসের সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করে। ছেলেদের মধ্যে সেরা হয়েছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। তিনি শ্রীলংকার প্রথম ক্রিকেটার হিসেবে এ পুরস্কার জিতে নেন। আর নারী ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানের তুবা হাসান এ পুরস্কার জিতেন।
গত মাসে বাংলাদেশ সফরে চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯৯ রানের ইনিংস খেলেন ম্যাথিউস। আর ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্টে লংকান সাবেক এই অধিনায়ক খেলেন ১৪৫ রানের ইনিংস। দুই টেস্টের সিরিজে সর্বোচ্চ ৩৪৪ রান করে মাস সেরা হন ম্যাথিউস।
মে মাসে নারী ক্রিকেটারদের মধ্যে সেরা নির্বাচিত হয়েছেন পাকিস্তানের তুবা হাসান। তিনি সতীর্থ বিসমাহ মারুফ ও জার্সির ট্রিনিটি স্মিথকে হারিয়ে সেরা নির্বাচিত হয়েছেন।
মে মাসে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করেন তুবা। তিন ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করায় বড় অবদান ছিল পাকিস্তানের এই লেগ স্পিনারের। ওভারপ্রতি ৩.৬৬ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি।