আজ: ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, ভোর ৫:১৭
সর্বশেষ সংবাদ
প্রধান সংবাদ, বিনোদন ৭জুন প্রকাশিত হবে অনন্য মামুনের ‘অমানুষ’ সিনেমার ট্রেলার

৭জুন প্রকাশিত হবে অনন্য মামুনের ‘অমানুষ’ সিনেমার ট্রেলার


পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৬/০৬/২০২২ , ১১:১২ অপরাহ্ণ | বিভাগ: প্রধান সংবাদ,বিনোদন


৭জুন মঙ্গলবার বিকেল ৪টায়  প্রকাশিত হবে অনন্য মামুনের অমানুষ’ চলচ্চিত্রটির ট্রেলার । আগামী ১৬ জুন প্রেক্ষাগৃহে আসছে ‘অমানুষ’ সিনেমাটি । নিরব ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার প্রথম সিনেমা ‘অমানুষ’। বাস্তব ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন অনন্য মামুন। গত বছরের নভেম্বরে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ অপু, ডন প্রমুখ। ‘অমানুষ’ নিয়ে নিরব বলেন ,  সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশের পর দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছি। জঙ্গলে শুটিং করেছি প্রতিকূল পরিবেশে। কাজটি করতে আমাদের চেষ্টার কমতি ছিল না। আশা করি, দর্শকদের সিনেমাটি ভালো লাগবে।

সিনেমাটির ফার্ষ্ট লুক প্রকাশ্যে আসতেই নিরব-মিথিলার নতুন লুক প্রশংসিত হয়। ফর্ষ্ট লুকে ভয়ংকর রুপে দেখা যায় তাদেরকে। পোস্টারে নিরবকে অমানুষ রুপে হাজির করা হলেও মিথিলাকেও হাজির করা হয়েছে ভয়ংকর নারী রুপে। তাই সিনেমাটিতে আসলে অমানুষ চরিত্রে কে অভিনয় করেছেন প্রশ্ন এখন সেটাই। দর্শকের মনে তৈরি হয়েছে রহস্য।

অনন্য মামুন বলেন, ‘‘অমানুষ’ আমার পরিচালিত ১৬তম সিনেমা। সিনেমার গল্প, অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। নতুন অনেক কিছুর সঙ্গে পরিচিত হবে আমাদের দর্শকরা। এই সিনেমার প্রতিটি চরিত্র মুগ্ধ করবে আশা করছি।

Comments

comments