জগন্নাথপুরের চুরির মামলার আসামীসহ গ্রেফতার ২
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২৭/০৫/২০২২ , ৮:৪৬ অপরাহ্ণ | বিভাগ: আইন ও বিচার,বিভাগীয় সংবাদ,সারাদেশ,সিলেট বিভাগ

ইয়াকুব মিয়া, জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমানের নির্দেশে থানার সেকেন্ড অফিসার জিন্নাতুল ইসলাম তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে চুরির মামলার আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন হলেন সিলেটের ওসমানীনগর উপজেলার শিমুলতলা (চাঁদপুর আটি) গ্রামের আব্দুল খালিকের ছেলে চুরির মামলার আসামী দোলন মিয়া (২৭), এবং জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শাহিন মিয়া।
থানার ডিউটি অফিসার এসআই শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে শুক্রবার (২৭ মে) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।