রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৭/০৪/২০২২ , ৯:০১ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

জহিরুল ইসলাম টিটু, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) অনজন দাশ এর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) আনোয়ার হোছাইন আকন্দ, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. এএইচএম কামরুজ্জামান পিপিএম (সেবা) লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এতে আরও উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শিপন বড়ুয়া, সাবেক জেলা পরিষদ সদস্য ও রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মামুন বিন জাকারিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, উপজেলায় কর্মরত সকল দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণসহ উপজেলা-পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠানে মহান আল্লাহর দরবারে সারাদেশের মুসলিম উম্মাহ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া শেষে মোনাজাত ও ইফতারির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।