শেরপুরে ৩৩৩ এ ফোন করে দুই হাজার মানুষ পেলেন খাদ্য সহায়তা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৭/০৪/২০২২ , ৮:২৭ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

মনিরুজ্জামান মনির ,শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের খাদ্য সহায়তা হিসেবে ৩৩৩ নাম্বারে ফোন করে প্রায় ২ হাজার দুঃস্থ ও অসহায় মানুষ পেলেন খাদ্য সহায়তা।
২৭ এপ্রিল (বুধবার) সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এসব খাদ্য সহায়তা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক এমপি।
এসময় জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, সদর ইউএনও মেহনাজ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
হুইপ এসময় বলেন, মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঈদ এলেই গরিব মানুষের কথা স্মরণ করেন। ১০ কেজি চাল বড় কথা নয়। গরীবদের পাশে থাকা বা তাদের খোঁজ খবর নেয়া শেখ হাসিনা ছাড়া দেশের আর কেউ নেই।
এসময় খাদ্য সহায়তার জন্য যারা ৩৩৩ নাম্বারে ফোন করেছিলো যারা এবং বিভিন্ন সময়ে জেলা প্রশাসকে কার্যালয়ে খাদ্য সহায়তার জন্য আবেদন করেছিলো তাদের মধ্যে মোট প্রায় ২ হাজারকে ৫ কেজি করে চাল, চিনি ও সেমাই বিতরণ করা হয়।