শ্রীপুরে নামজারির জন্য ঘুষ নেওয়ার অভিযোগ
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৭/০৪/২০২২ , ৭:৫২ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন ভূমি অফিসে অস্থায়ী এক কর্মীচারী ফয়সালের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি জায়গার নামজারি করার নামে মাইনউদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নিয়েছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ৭ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসার ও মাওনা ইউনিয়ন ভূমি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মাইনউদ্দিন।লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মাইনউদ্দিন দিনমজুরের কাজ করে তার বসতভিটে নামজারি করার জন্য মাওনা ইউনিয়ন ভূমি অফিসের অস্থায়ী কর্মচারী ফয়সালের হাতে ৩৫ হাজার টাকা দেন নামজারির জন্য।বিগত ৬-৭ মাস হয়ে গেলেও তিনি ভুক্তভোগী মাইনউদ্দিন কে কোনো নামজারি দেননি। টাকা ফেরত চাইলে ওই ফয়সাল বিভিন্ন তালবাহানা শুরু করে এবং মামলা দিয়ে হয়রানিসহ ভয়ভীতি প্রদর্শন করেন। টাকা ফেরত পেতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে (ইউএনও) এবং উপজেলা ভূমি অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, নামজারির জন্য সরকারি ১হাজার ১৫০টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
এ ব্যাপারে কথা বলতে ফয়সালের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায় ।