পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস চাপায় অটোরিক্সার তিন যাত্রী নিহত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৭/০৪/২০২২ , ৭:৪৬ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

আল কাদরি কিবরিয়া সবুজ, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিক্সার ৩ যাত্রী নিহত হয়েছেন। ২৭ এপ্রিল বুধবার সকালে পলাশবাড়ী পৌর শহরের রংপুর-বগুড়া মহাসড়কে বিটিসি নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সোহেল মিয়া (৩০), তাজু মিয়া (২৩) ও সবুজ মিয়া (৩৬)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলা থেকে সবজি বোঝাই একটি অটোরিক্সা কয়েকজন যাত্রীসহ পলাশবাড়ী হাটে আশার সময় বিটিসি মোড়ে ঢাকা থেকে রংপুরগামী নিউ সাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয়। এসময় গুরুতর আহত একজনকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রূপ কুমার জানান, যাত্রীবাহী বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক বাসটি আটক করা হয়েছে।