মহেশপুরে ৫৮ ব্যাটেলিয়ন বি জি বি খালিশপুর সদর দপ্তরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৫/০৪/২০২২ , ৯:১১ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

নাসির উদ্দীন, মহেশপুর , ঝিনাইদহ : মহেশপুর ৫৮ ব্যাটেলিয়ন বি জি ডি খালিশপুর সদর দপ্তরে সোমবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ – ৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা – ২ আসনের জাতীয় সংসদ সদস্য আলী আসগর টগর, ঝিনাইদহ জেলা প্রসাশক মুনিরা বেগম, মহেশপুর ৫৮ ব্যাটেলিয়ন কমান্ডার লেঃ কর্নেল শাহিন আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, দৈনিক আমাদের সময় এর জেলা প্রতিনিধি ও মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জদুল ইসলাম সাজ্জাদ, বীর মুক্তিযোদ্ধা কামারুজ্জামান, মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ঈসা, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, মহেশপুরের সাংবাদিক সেলিম, জাহিদুল ইসলাম, শিপলু জামান, ওলিয়ার রহমান, আব্দুর রহমান, সরোয়ার হোসেন, জিয়াউর রহমান জিয়া, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল প্রমুখ। মহেশপুর ও জীবননগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।