কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৪/০৪/২০২২ , ১০:১৩ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

মাসুম খন্দকার, কলাপাড়া উপজেলা প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্টে সাকিব প্যাদা (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বড় বালিয়াতলী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সাকিব প্যাদা ওই এলাকার আবুল খায়ের প্যাদার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনের পুকুর থেকে মোটর দিয়ে পানি তুলতে (সেচ) গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় সাকিব । স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাকিবের চাচা আবুল কালাম বলেন, ‘পুকুরটি মূলত সরকারি। আমরা এটি লিজ নিয়ে মাছের ব্যবসা শুরু করি। আজ মাছ ধরার জন্য পুকুরটি সেচ করতে গেলে সাকিব বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, জসিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।