মদনে অবৈধ ভাবে সাড়ে চার হাজার লিটার পেট্রোল মজুদ করে বিক্রি
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৪/০৪/২০২২ , ৯:২৬ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

আলী আজগর:
নেত্রকোনার মদনে সাড়ে চার হাজার লিটার পেট্রোল মজুদ করে অবৈধভাবে বেচাকেনার অভিযোগ পাওয়া গেছে।
জ্বালানি মন্ত্রণালয়ের লাইসেন্স ব্যতীত এত পেট্রোল মজুদ রেখে বেচাকেনা আইনতগত ভাবে নিষিদ্ধ রয়েছে।
২৪ এপ্রিল রবিবার সরেজমিনে গিয়ে ,মদন বাজার কলেজ মোড় সংলগ্ন (মওদুদের) জ্বালানি পেট্রোলের দোকানে গিয়ে দেখা যায়, সাড়ে চার হাজার লিটার জ্বালানি পেট্রোল পানির ড্রামের ভিতরে রেখে নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে চালাচ্ছে এ বাণিজ্য।
জ্বালানি মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, বৈধ জ্বালানি মন্ত্রণালয়ের লাইসেন্স গ্রহণ করে নিয়ম-নীতি ভিতরে পরিমাণমতো জ্বালানি তেল মজুদ রাখার নিয়ম রয়েছে।
অধিক জ্বালানি মজুদ করতে হলে তেলের পাম্প এবং মাটির নিচে কৃত্রিম ব্যবস্থা গ্রহণ করে তা মজুদ করার নিয়ম রয়েছে, সরকার কর্তৃক অনুমোদিত ভাবে।
এই নিয়ম নীতির তোয়াক্কা না করে মদন বাজারে কলেজ মোড় সংলগ্ন হাফিজুর রহমানের ছেলে মওদুদ (৩০) তেলবাহী ,পেট্রোলের গাড়ি এনে সাড়ে চার হাজার লিটার জ্বালানি পেট্রোল মজুদ করে অবৈধ ভাবে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ব্যবসা করছে ।
পাশেই রয়েছে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ, কোমলমতি শিশুদের সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এমতাবস্তায় পাশের দোকানদার সহ সকলেই রয়েছে আতঙ্কে , যেকোনো সময় ঘটে যেতে পারে বড় অগ্নি দুর্ঘটনা।
এমন অগ্নি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে চায় বাজার বাসি সহ আশেপাশের লোকজন।