ইবিতে আসন ফাঁকা রেখেই ভর্তি কার্যক্রম শেষ
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৩/০৪/২০২২ , ৬:০০ অপরাহ্ণ | বিভাগ: শিক্ষাঙ্গন

শাহরিয়ার কবির রিমন:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রায় একশত আসন খালি রেখেই ২০২০-২১ শিক্ষাবর্ষ স্নাতক শ্রেণির ভর্তি কার্যক্রম বন্ধ করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ‘বি’ ইউনিটভুক্ত ফোকলোর স্টাডিজ বিভাগে সর্বোচ্চ ৪৭টি আসন ফাঁকা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান-উল- আম্বিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত বছর ২০২০-২১ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে সর্বমোট ২ হাজার ৯৫টি আসনে ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে তিনবার মেধা তালিকা প্রকাশ করার পরেও ১ হাজার ২৭০টি আসন ফাঁকা থাকে। পরে এসকল আসন পূরণ করতে গত ১৪ ফেব্রুয়ারি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। সর্বশেষ সপ্তম মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষেও অন্তত ৯৩টি আসন খালি রয়েছে।
এদিকে, আসন ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম বন্ধের সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ভর্তিচ্ছু ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সপ্তম মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষেও আসন খালি থাকার কারণ হিসেবে গুচ্ছ ভর্তি প্রক্রিয়াকে দায়ী করছেন শিক্ষক নেতারা।