মাধবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৩/০৪/২০২২ , ৫:৪৫ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি:
করোনা মহামারীর কারণে দেশে পুষ্টি পরিস্থিতির অবনতি হয়েছে। এ সময় দারিদ্র্যপীড়িত মানুষের মধ্যে খাদ্যবৈষম্যের কারণে কম ওজনের শিশু জন্ম নেয়া, শিশুরা বেঁচে থাকলেও খর্বকায় হওয়া আবার উচ্চতা ঠিক থাকলেও অপুষ্টির কারণে কম ওজনবিশিষ্ট হয়ে বেড়ে ওঠার প্রবণতা বেড়েছে। দারিদ্র্যের কারণে শিশুদের মধ্যে ভিটামিন-ডি, ক্যালসিয়াম, ফলিক এসিডের ঘাটতি দেখা দিয়েছে। এবারে পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য ‘সঠিক পুষ্টিতে সুস্থ জীবন এই শ্লোগান কে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ পালিত হয়েছে।
শনিবার ২৩ এপ্রিল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে জাতীয় পুষ্টি সপ্তাহের অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুনের সভাপতিত্বে ও ডাঃ রোকন উদ্দিন উজ্জলের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাফ আলী তাপস , উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ রহম আলী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুকোমল রায় সহ অনেকেই। এতে শিক্ষক, গণমাধ্যমকর্মী, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মহিলা সংরক্ষিত কাউন্সিলর ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি , ইমাম গনসহ উপস্থিত ছিলেন। পরে উপজেলায় দুস্থদের মধ্যে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়।