পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হলেন শাহবাজের ছেলে হামজা শাহবাজ
পোস্ট করেছেন: মতপ্রকাশ অনলাইন | প্রকাশিত হয়েছে: ১৭/০৪/২০২২ , ৫:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ রাজনৈতিক নাটকীয়তা সাঙ্গ করে অবশেষে পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রদেশ পাঞ্জাবের মূখ্যমন্ত্রী নির্বাচন সম্পন্ন হয়েছে। মূখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পিএমএল-এন ও জোটের দলগুলোর প্রার্থী ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শরিফ।মূখ্যমন্ত্রী পদে জয়ের জন্য হামজা শাহবাজের ৩৯৭ ভোটের মধ্যে ১৮৬ ভোট প্রয়োজন ছিল। তিনি ১৯৭ ভোট পেয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। তিনি পিটিআই সমর্থিত প্রতিদ্বন্দ্বি পারভেজ এলাহিকে পেছনে ফেলে নির্বাচি হয়েছেন।নির্বাচনের আগে প্রদেশটির পার্লামেন্টে সৃষ্টি হয় রাজনৈতিক অস্থিরতা। ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারির ওপর চড়াও হয়েছিলেন ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সদস্যরা। দল পরিবর্তন করায় পার্লামেন্টের স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারির ওপর হামলে পড়েন পিটিআই সদস্যরা।জানা গেছে, পিটিআই দলের সংসদ সদস্যরা পার্লামেন্টে লোটা (বদনা) নিয়ে ঢোকেন। লোটা লোটা বলে শ্লোগান দিতে দিতে স্পিকারের দিকে বদনা ছুড়ে মারেন। এরপরই ওই টানাহেঁচড়ার ঘটনা ঘটে।পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে নিয়ন্ত্রণে পুলিশের কাছে অনুরোধ জানানো হয়। পরবর্তীতে পিটিআই এর তিন সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভি।