জেদ্দায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু
পোস্ট করেছেন: মতপ্রকাশ অনলাইন | প্রকাশিত হয়েছে: ১৬/০৪/২০২২ , ১০:০০ পূর্বাহ্ণ | বিভাগ: প্রবাস সংবাদ

সৌদি আরব প্রতিনিধি : সৌদি আরবের জেদ্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশি নিহত, আহত হয়েছেন আরও ১জন।
নিহতের নাম হারিছ উদ্দিন, তিনি জেদ্দায় ব্যাবসা করতেন বলে জানা গেছে । দুর্ঘটনায় আরো এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন, তার নাম শফিক আহমেদ তালুকদার, আহত শফিক আহমেদ কে জেদ্দার কিং আবদুল আজিজ হসপিটালে আই সি চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত হারিছ উদ্দিন এর ছোট ভাই শরিফ উদ্দিন এই খবর নিশ্চিত করেন।
শুক্রবার রাত সৌদি আরবের স্থানীয় সময় আনুমানিক ১ঘটিকায় ব্যবসার কাজে জেদ্দার গারনিয়া এলাকায় যাওয়ার পথে পিছন থেকে একটি ট্রেইলার ধাক্কা দিলে গাড়িটি উলটে যায়। ঘটনাস্থলে হারেছের এর মৃত্যু হয়।
নিহতের লাশ জেদ্দার কিং আবদুল আজিজ হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে। নিহত হারিছ উদ্দিন এর দেশের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার ৫নং বড়চতুল ইউনিয়ন কাদিরগ্রামে। তার মৃত্যুতে জেদ্দার সিলেট কমিউনিটিতে নেমে আসে শোঁকের চায়া।