পাকিস্তানি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ঈদের পর দেশে ফিরছেন
পোস্ট করেছেন: মতপ্রকাশ অনলাইন | প্রকাশিত হয়েছে: ১২/০৪/২০২২ , ৮:৩০ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান মুসলিগ লীগের (নওয়াজ) এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, ঈদের পর আগামী মাসে লন্ডন থেকে নওয়াজ শরিফ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতাচ্যুত হওয়া এবং এর পরিপ্রেক্ষিতে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার মধ্যেই নওয়াজ শরিফের দেশে ফেরার এই তথ্য জানান দলটির নেতা। মিয়া জাবেদ লতিফ নামে মুসলিম লীগের ওই নেতা বলেন, তিন বারের প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) শীর্ষ নেতার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে বর্তমান জোট সরকারের শরিকদের সঙ্গে আলোচনা করা হবে। এদিকে জাবেদ লতিফকে উদ্ধৃত করে পাকিস্তানের সংবাদমাধ্যম দি এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সব সিদ্ধান্ত আগে জোট সরকারের সাংবিধানিক অংশীদারদের সামনে তোলা হবে। ৭২ বছর বয়সী নওয়াজ শরিফের বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির মামলা করেছিল ইমরান সরকার। এর আগে ২০১৭ সালের জুলাইয়ে পানামা পেপারস মামলায় দেশটির সুপ্রিম কোর্টের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন নওয়াজ শরিফ।