এনামুল জুনিয়েরের স্পিনে ছিন্ন ভিন্ন মোহামেডান
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১০/০৪/২০২২ , ৩:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: খেলাধূলা

একেই বলে লোক দেখানো দল-বদল। দক্ষিণ আফ্রিকা সফরের কারণে সুপার লিগের আগে সার্ভিস দিতে পারবেন না মুশফিক-সাকিব-তাসকিন, তা জেনেও মোহামেডান নিয়েছে এই তিন তারকাকে। লিগের প্রথম চার-পাঁচ রাউন্ড পাওয়া যাবে না জেনেও নিয়েছে মাহমুদউল্লাহকে। সৌম্য অফ ফর্মে পড়ায় ৬ রাউন্ড পর তাকেও বসিয়ে রেখেছে সাইডলাইনে।
সাদা-কালো পতাকার দল সাকিব,মুশফিক,মাহমুদউল্লাহর গায়ে পেস্ট কালারের জার্সি পরিয়ে ঘটা করে জার্সি উন্মোচন ব্র্যান্ডিং করেই খালাস ! ক্যালকুলেটিভ দল গঠন না করার মাশুল দিচ্ছে মোহামেডান। শাইনপুকুরের কাছে ৪১ রানে হার দিয়ে শুরু করেছে মোহামেডান এবারের লিগ।
পরের ৩ ম্যাচ জিতে সমর্থকদের চাঙ্গা করেছে মোহামেডান। তবে গত ৩০ মার্চ গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে ৭২ রানে হার দিয়ে শুরু, প্রাইম ব্যাংকের কাছে হারের ব্যবধান ১২৭ রান, আবাহনীর কাছে ৬ উইকেটের পর নবাগত রূপগঞ্জ টাইগার্সের কাছে ৭ উইকেটে হার! টানা ৪ ম্যাচের সব ক’টিই বড় ব্যবধানে গেছে হেরে মোহামেডান।
৮ ম্যাচ ৫ হার-সুপার লিগের কক্ষপথ থেকে অনেকটাই ছিটকে পড়েছে মোহামেডান। শেষ তিন ম্যাচের সব ক’টি জয় ছাড়া সুপার লিগের সমীকরণ মেলানো প্রায় অসম্ভব মোহামেডানের। অন্যদিকে মোহামেডানকে হারিয়ে সুপার লিগের কক্ষপথে আছে রূপগঞ্জ টাইগার্স (৭ ম্যাচে ৪র্থ জয়)।
শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাঁ হাতি স্পিনার এনামুল জুনিয়রের স্পিন বিষে (৯.১-২-৪১-৫) ছিন্ন-ভিন্ন মোহামেডান মাত্র ১৪৩ রানে অল আউট হয়েছে !
প্রথম শ্রেনীর ক্রিকেটে পাঁচশ’ উইকেট ক্লাবের সদস্য এনামুল জুনিয়রের লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা প্রথম ৫ উইকেটের ইনিংস।নাজমুল অপুকে লং অফে ক্যাচ দিতে বাধ্য করে প্রথমবারের মতো সীমিত ওভারের ক্রিকেটে ৫ উইকেটের মুখ দেখেছেন বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক। ৩৭তম ওভারের প্রথম বলে মাহমুদউল্লাহকে (৫২ বলে ২ চার, ২ ছক্বায় ৪৮) উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন, পরের বলে ইয়াসিন আরাফাত মিশুকে বোল্ড আউটে ফিরিয়ে দিয়েছেন।
মোহামেডান ব্যাটারদের মধ্যে মাহমুদউল্লাহ ছাড়া রুবেল মিয়া রেখেছেন কিছুটা অবদান (৩২ বলে ২৩)। ওপেনার রনি তালুকদারের ধীরগতির ইনিংস (৫৩ বলে ২৪) মোহামেডানের প্রত্যাশিত স্কোরে প্রতিবন্ধকতা তৈরি করেছে। ৭১ বল আগে অল আউট হয়েছে মোহামেডান।
১৪৪ রানের টার্গেট ৮২ বল হাতে রেখে পাড়ি দিয়েছে রূপগঞ্জ টাইগার্স। মিডল অর্ডার আসিফ আহমেদ রাতুলের ৪৮, ফজলে রাব্বীর হার না মানা ৩৯ রানে ৭ উইকেটের সহজ জয়ে মোহামেডানের হার্ডল পেরিয়েছে রূপগঞ্জ টাইগার্স।
মোহামেডান : ১৪৩/১০ (৩৮.১ ওভারে)
রূপগঞ্জ টাইগার্স : ১৪৯/৩ (৩৬.২ ওভারে)
ফল : রূপগঞ্জ টাইগার্স ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : এনামুল জুনিয়র (রূপগঞ্জ টাইগার্স)