সীতাকুণ্ডে সমুদ্র উপকূল থেকে যুবকের গলিত লাশ উদ্ধার
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৬/০৪/২০২২ , ৯:০৬ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

এস এম রিয়াদুল ইসলাম: চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলি এলাকায় সমুদ্র উপকূলে জোয়ারের পানিতে ভেসে আসা এনামুল হক (২৭) নামের এক যুবককের গলিত লাশ উদ্ধার করেছে কুমিরা নৌ পুলিশ। গতকাল দুপুর ১২টার দিকে স্থানীয় এলাকাবাসী সমুদ্র উপকূলে লাশটি দেখতে পেয়ে কুমিরা নৌপুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। মৃত এনামুল হক কুমিল্লার চৌদ্দগ্রামের কৈতরার গ্রামের আব্দুল হকের ছেলে।
জানা যায়, গত ১লা এপ্রিল বন্দর এলাকায় টেংকার থেকে বোর্টে উঠার সময় পা পিছলে সাগরে পড়ে নিখোঁজ হয়। নিহত এনামুল হক এর স্ত্রী লাশটি তার স্বামীর লাশ বলে শনাক্ত করেন বলে কুমিরা নৌ পুলিশের এসআই চাঁন মিয়া জানান।