বাঘায় পৃথক অভিযানে ৩ জন আটক
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৬/০৪/২০২২ , ৮:৪৯ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,রাজশাহী বিভাগ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় হেরোইন ও ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে ও মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার আলাইপুর গাবতলী পাড়া গ্রামের আবদুল কটার ছেলে মোহাম্মদ আব্বাস আলী ও ভানুকর গ্রামের আজিজুল হকের ছেলে হাফিজুল ইসলাম। তারা দীর্ঘদিন থেকে পুলিশকে ফাঁকি দিয়ে হেরোইন ও ফেন্সিডিলের ব্যবসা করে আসছিল।
এদিকে নেশার জন্য চুরি করতে গিয়ে রাকিবুল ইসলাম নামের এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। উপজেলার জোতকাদিরপুর গ্রামের স্কুল শিক্ষক এসকানদার আলীর বাড়িতে চুরি করতে গিয়ে সে আটক হয়। রাকিবুল উপজেলার পাকুড়িয়া গ্রামের আবদুস সালামের ছেলে।
এ বিষয়ে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার আমিরুল ইসলাম বলেন, পাকুড়িয়া এলাকা সম্পূর্ণটায় ভারতীয় সীমান্ত ঘেষা। উপজেলার মধ্যে পাকুড়িয়া এলাকায় নেশার অভয়াশ্রম হিসেবে পরিচিত। এই এলাকার উঠতি বয়সের যুবকরা নেশার সাথে বেশি সম্পৃক্ত।
এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।