পেশাজীবি ব্যাক্তিবর্গের সাথে নবাগত গাইবান্ধা সদর নির্বাহী অফিসারের পরিচিতি সভা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৬/০৪/২০২২ , ৮:১৫ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

গাইবান্ধা জেলা প্রতিনিধি: নবাগত গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল আলম এর সাথে সকল শ্রেণী পেশার মানুষের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ এপ্রিল সদর উপজেলা সম্মেলন কক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয় । এসময় গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শাহ মোঃ সারোয়ার হোসেন , গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুর রহমান , সদর উপজেলা এসিল্যান্ড মোঃ তরিকুল ইসলাম ,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল করিম রেজা , সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান সহ সদর উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম জানান , আমি কর্মে বিশ্বাসী । জনগণের সেবার জন্য আমার অফিসের দরজা সব সময় খোলা থাকবে ।
উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ শরীফুল ইসলাম ৩৪ তম বিসিএসের প্রশাসন ক্যাডারে যোগ দেন । এরপর থেকে তিনি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন । গত ৩১ মার্চ গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী অফিসার হিসেবে তিনি যোগদান করেছেন ।