ঘোড়াঘাটে গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৬/০৪/২০২২ , ৮:০০ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি উপজেলার বলগাড়ী এলাকার মৃত সরফ উদ্দীনের ছেলে দিলবার রহমান (৬২)।
বুধবার (৬ মার্চ) দুপুরের পর ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক তপন দাসের নেতৃত্বে আটক ব্যক্তির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ীতে পলিথিন ব্যাগে লুকিয়ে রাখা আনুমানিক ১০ হাজার টাকার মূল্যের ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে ২০১৮ সালেরও একটি মাদক মামলা চলমান রয়েছে। আসামীকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে দিনাজপুরের বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।