সিংড়ায় ইরি-বোরোর বাম্পার ফলনের আশা কৃষকদের
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৪/০৪/২০২২ , ৮:৪৬ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

সিংড়া প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার যেদিকে তাকানো যায়- শুধু ইরি-বোরো দিগন্ত বিস্মৃত সবুজ শ্যামলিমা। আমন ধানের বাম্পার ফলন হওয়ায় ও বাজার দর বেশ ভাল থাকায় এবারও কৃষকরা রাত-দিন সমান পরিশ্রম করে যাচ্ছেন বাম্পার ফলন ফলিয়ে ভাল দামের আশায়। পাশাপাশি চলতি মৌসুমে এখন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ভাল থাকায় এবং সার, ডিজেল, পানি ও কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজেই সরবরাহ পাওয়ায় কৃষকরা বাম্পার ফলনের আশা করছেন।
গত আমন মৌসুমে বাম্পার ফলন এবং ধান-চালের ভাল দাম পাওয়ায় সিংড়ার কৃষকরা এবারও নতুন আশা নিয়ে ইরি-বুরো ধান রোপন করেছেন। বর্তমানে কৃষকের এই প্রত্যাশার সবচেয়ে বড় বাধা বিদ্যুতের লাগামহীন লোডশেডিং থেকে রক্ষা পেয়েছে। অন্য বছরের তুলনায় এবার ভাল বিদ্যুৎ সরবরাহ ভাল থাকায় ও লো-ভোল্টেজ না থাকার কারণে কৃষকরা রাত-দিন সেচযন্ত্র চালাতে পারছেন।
অন্যদিকে সার, ডিজেল, পানি ও কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজেই সরবরাহ পাওয়ায় কৃষি বিভাগ ও কৃষকরা বাম্পার ফলনের আশা করছেন।