গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যানের শপথ
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৪/০৪/২০২২ , ৮:০৩ অপরাহ্ণ | বিভাগ: প্রধান সংবাদ

গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আানারুল ইসলাম প্রধানের শপথ অনুষ্ঠান সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল হাসান, সহকারী কমিশনার নুসরাত জাহান উর্মি, ডিস্ট্রিক্ট ফেসিলিটেটর, এলজিএসপি-৩, স্থানীয় সরকার গাইবান্ধার জুয়েল রানা সহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্য মান্য ব্যক্তিবর্গ। এর আগে শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক নব নির্বাচিত চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।