রংপুর সিটি পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাকসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী প্রদান
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৪/০৪/২০২২ , ৭:১৮ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

মোঃ সাকিব চৌধুরী, রংপুর মহানগর প্রতিনিধি: রংপুর সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত ৬৫জন সিটি পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাকসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়েছে।গত রোববার নগর ভবনের সামনে ৬৫জন সিটি পুলিশের মাঝে এ বাইসাইকেল, পোশাকসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী প্রদান করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু, ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল ইসলাম, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবর রহমান মঞ্জু, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী হারাধন রায় হারা, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হারুন-অর-রশিদ হারুন, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মুক্তার হোসেন ও মহিলা কাউন্সিলর মোছাঃ মনোয়ারা সুলতানা মলি, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম উল হক, সিটি পুলিশ তত্ত্বাবধায়ক মোঃ ফারুক হোসেন, সিটি পুলিশ কর্মচারী সমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।