বাঘায় মাদকের আট মামলার আসামী আটক
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৪/০৪/২০২২ , ৭:০১ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আলোচিত মাদক সম্রাট আট মামলার আসামী রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।সোমবার (৪ এপ্রিল)বাঘা পৌরসভার ৩নং ওয়ার্ড কলিগ্রামে তার নিজ বাড়ি থেকে পুলিশ আটক করে।
বাঘা থানার পুলিশ সূত্রে জানা গেছে,বাঘা উপজেলার কলিগ্রামের রফিকুল ইসলাম চিহৃিত একজন মাদক ব্যবসায়ী। তার নামে বাঘা থানায় আটটি মাদক মামলা রয়েছে। এরমধ্যে দু’টি মামলায় ওয়ারেন্ট থাকায় সে আত্মগোপনে ছিল।সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। রফিকুল ইসলাম উপজেলার কলিগ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে ।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, বাঘায় মাদক ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। এমধ্যে রফিকুল ইমসলামও একজন অন্যতম। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।