রংপুরে নতুন সাজে নতুন রূপে ‘ঘাসফুল’
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৪/০৪/২০২২ , ১:০২ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


শরিফা বেগম শিউলী: রংপুরে কসমেটিক ও ইমিটেশন জুয়েলারি পণ্যের সুপরিচিত ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘ঘাসফুলথ এখন নতুন আঙ্গিকে ও নতুন পরিসরে, ভিন্ন সাজে। ০২ এপ্রিল, শনিবার রংপুর মহানগরের কেরামতিয়া মসজিদ মোড় সংলগ্ন ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ঠিক বিপরীতে নতুনভাবে সজ্জিত ২২০০ বর্গফুট আয়তনের বিশাল পরিসরের এই দোকানটি উদ্বোধন করেন রংপুর সিটি কপোর্রেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।