আজ: ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি, সকাল ১০:০৮
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ রংপুরে নতুন সাজে নতুন রূপে ‘ঘাসফুল’

রংপুরে নতুন সাজে নতুন রূপে ‘ঘাসফুল’


পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৪/০৪/২০২২ , ১:০২ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


শরিফা বেগম শিউলী: রংপুরে কসমেটিক ও ইমিটেশন জুয়েলারি পণ্যের সুপরিচিত ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘ঘাসফুলথ এখন নতুন আঙ্গিকে ও নতুন পরিসরে, ভিন্ন সাজে। ০২ এপ্রিল, শনিবার রংপুর মহানগরের কেরামতিয়া মসজিদ মোড় সংলগ্ন ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ঠিক বিপরীতে নতুনভাবে সজ্জিত ২২০০ বর্গফুট আয়তনের বিশাল পরিসরের এই দোকানটি উদ্বোধন করেন রংপুর সিটি কপোর্রেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুরের সাবেক পৌর চেয়ারম্যান কাজী মোঃ জুন্নন, যুবসংহতির মহানগর সভাপতি মোঃ শাহিন হোসেন জাকির, ১৮ নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুদ রানা চান্দু, ইয়াসিন আলী আপেল, সাইফুল সরকার সুম্পু, জাহেদুল কবীর রুবেল, মোরশেদ ইবনে জাহিদ সুম্মন, রাহাত ইসলাম রনি সহ প্রমুখ। ‘ঘাসফুল এর স্বত্বাধিকারী মোঃ মমিনুর রহমান মামুন জানান, ‘ঘাসফুল সবসময় সততার সাথে ব্যবসা করে আসছে এবং ক্রেতাদেরকে সঠিক ও গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহ করতে বদ্ধপরিকর।

Comments

comments