সিংড়ায় চিরকুট লিখে যুবকের আত্মহত্যা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৩/০৪/২০২২ , ৭:৩১ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় চিরকুট লিখে নূরে আলম (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার ভোর রাতে উপজেলার ইটালী ইউনিয়নের বাঁশ বাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত নূরে আলম স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন প্রামাণিকের ছেলে বলে জানা গেছে।
‘আমার মৃত্যুর জন্য কেহ দায়ী নয়, সবাই দোয়া করবেন’
মরদেহের কাছ থেকে তার হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নূরে আলম কয়েকদিন আগে এলাকাবাসীর সাথে কক্সবাজার ভ্রমণে যায়। সেখান থেকে বাড়িতে ফিরে কাছে কোন টাকা-পয়সা না থাকায় সংসারে অশান্তি সৃষ্টি হয়। পরে পরিবারের লোকজনের উপর অভিমান করে নিজ শয়ন ঘরে ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।