সত্যিকারের শান্তি কখনো হারে না-আর সংঘাত অব্যাহত থাকলে কারো কোনো লাভ হবে নাঃএরদোগান
পোস্ট করেছেন: মতপ্রকাশ অনলাইন | প্রকাশিত হয়েছে: ৩০/০৩/২০২২ , ৪:১৩ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে ইউক্রেন-রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে শুরু হয়েছে শান্তি আলোচনা। উদ্বোধনী ভাষণে ‘শান্তি আলোচনা’র উদ্যোক্তা তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, ‘সত্যিকারের শান্তি কখনো হারে না। আর সংঘাত অব্যাহত থাকলে কারো কোনো লাভ হবে না।
এরদোগান বলেন, ‘এমন সঙ্কটের মুহূর্তে শান্তির জন্য এগিয়ে আসায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি এই আলোচনা ও সভা আপনাদের দেশ, আমাদের অঞ্চল আর মানুষের জন্য শুভ কিছুই বয়ে আনবে।এসময় দুই পক্ষের প্রতি তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন এরদোগান। এর আগে রবিবার এরদোগানের দফতর জানিয়েছিল, পুতিন দ্বিতীয় দফায় তুরস্কে শান্তি আলোচনা আয়োজন করতে রাজি হয়েছেন। সেই ঘোষণার দুদিনের মাথায় শান্তি আলোচনার জন্য তুরস্কে গেছে দুই দেশের প্রতিনিধিরা।