ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব
পোস্ট করেছেন: মতপ্রকাশ অনলাইন | প্রকাশিত হয়েছে: ২৯/০৩/২০২২ , ৪:১৮ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক

শাহবাজ শরিফের প্রস্তাব উত্থাপনের পর ডেপুটি স্পিকার কাসিম সুরি প্রস্তাবের পক্ষে থাকা সদস্যদের দাঁড়ানোর অনুরোধ করেন। এরপর প্রস্তাবের পক্ষে দাঁড়ানো সদস্যদের গণনা শেষে, ডেপুটি স্পিকার অনাস্থা প্রস্তাব আলোচনার জন্য অনুমোদন করেন এবং ৩১ মার্চ পর্যন্ত অধিবেশন স্থগিতের ঘোষণা দেন।
এর আগে গত ৮ মার্চ পাকিস্তানের সংবিধানের ৫৪ ধারার অধীনে বিরোধী দলগুলোর সম্মিলিত এক প্রতিনিধি দল প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি অনাস্থা ভোটের জন্য ন্যাশনাল অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটে প্রস্তাব জমা দেয়।
সংবিধানের ৫৪ ধারা অনুসারে, ২৫ শতাংশ সদস্যের স্বাক্ষরযুক্ত কোনো প্রস্তাব যদি জমা দেয় হয় তবে স্পিকারকে ১৪ দিনের মধ্যে ওই বিষয়ে অধিবেশন আহ্বান করতে হয়। এই ধারা অনুসারে ২২ মার্চ ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনের আহ্বানের শেষ দিন ছিলো। এর একদিন আগেই ২১ মার্চ ন্যাশনাল অ্যাসেম্বলির সেক্রেটারিয়েট থেকে শুক্রবার অধিবেশন আহ্বান করা হয়।
শুক্রবার নির্ধারিত সময় সকাল ১১টায় অধিবেশন শুরু হলেও স্পিকার আসাদ কায়সার সোমবার সকাল ৪টা পর্যন্ত অধিবেশন স্থগিত করেন।
Comments
এই বিভাগের সর্বশেষ















এই বিভাগের সর্বাধিক পাঠিত









