শ্রীপুরে ছাত্রলীগ কর্মীকে হত্যাচেষ্টার ঘটনায় একজন গ্রেফতার
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৮/০৩/২০২২ , ৮:৫৫ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে আলোচিত ছাত্রলীগ কর্মী শিহাব হোসাইনকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. আদনান হোসেন স্বাধীন (২৩) শ্রীপুর পৌরশহরের কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. আমির হোসেনের ছেলে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, অধিকতর তদন্ত করে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় রবিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (২৮ মার্চ) গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।