মহান স্বাধীনতা দিবস উপলক্ষে “ডিটিসি” মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৮/০৩/২০২২ , ১২:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ডিটিসি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসষ্টান্ডে অবস্থিত মনি কমপ্লেক্সে “ডিটিসি” মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসারত রোগীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ডিটিসি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক কামরুজ্জামান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রফিকুল ইসলাম, মনিরুল গনী চৌধুরী শুভ্র, ফারুক হাসান কাহার প্রমুখ।