আজ: ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি, সকাল ১১:৪২
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ ঘোড়াঘাটে ধানের জমি থেকে আদিবাসীর লাশ উদ্ধার

ঘোড়াঘাটে ধানের জমি থেকে আদিবাসীর লাশ উদ্ধার


পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৭/০৩/২০২২ , ৩:০৮ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ধানের জমি থেকে লুইস হেমরম (৪০) নামের এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেলওয়া আদিবাসী পাড়ার  মৃত বাবুরাম হেমরমের ছেলে।

শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার বেলওয়া গ্রামের আদিবাসী পাড়া থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত শুক্রবার রাত ১০ টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এর পরের দিন শনিবার (২৬ মার্চ) সন্ধ্যার আগে, নিখোঁজ লুইচ হেমরমের স্ত্রী শ্রীমতি সজনি ধানের জমি দেখতে যাওয়ার সময় পথিমধ্যে দেখতে পান তার স্বামীর লাশ ধানের জমিতে পরে আছে। এ সময় তার আত্মচিৎকারে আশপাশে থাকা লোকজন ঘটনা স্থলে এসে ধানের জমিতে লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লুইচ হেমরমের মৃত্যুর আসল কারণ জানতে না পারায় আজ রোববার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Comments

comments