আজ: ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৩:২৪
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ বেনাপোলে পৃথক অভিযানে ফেনসিডিল সহ একাধিক মামলার দুই আসামি আটক

বেনাপোলে পৃথক অভিযানে ফেনসিডিল সহ একাধিক মামলার দুই আসামি আটক


পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৫/০৩/২০২২ , ৮:৪৩ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


আরিফুজ্জামান আরিফ: বেনাপোলে পৃথক দুটি অভিযানে ৫২ বোতল ফেনসিডিল সহ একাধিক মামলার দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ মার্চ) ভোর রাতে তাদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের রবিউল মিনার ছেলে শাহিদুল রহমান টিটু (৩২) ও কাগমারী গ্রামের আজিজ খোকনের মেয়ে খাদিজা বেগম(৩৭)।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে টিটুর নিজ বসত ঘর হতে ১৯ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করে।

অপরদিকে, পুলিশ বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামস্থ বড় মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে ৩৩ বোতল ফেনসিডিল সহ খাদিজাকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় দুইটি পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।

Comments

comments