আজ: ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি, সকাল ৯:৩৩
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ হাইমচরে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত

হাইমচরে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত


পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৪/০৩/২০২২ , ১১:৩১ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


মোঃ ইউসুফ : চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাজারের ৭০টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মিভূত হয়ে গেছে। ২৪ মার্চ বৃহস্পতিবার ভোর ৫ টার চরভৈরবী বাজারের একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
খবর পেয়ে চাঁদপুর ও রায়পুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। চাঁদপুর ফায়ার স্টেশনের উপ-পরিচালক শাহিন আলম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
চরভৈরবী ইউনিয়নের নদীর পাড় মাছঘাট সংলগ্ন বাজারে আগুন লেগে প্রায় ৭০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা জানান এতে তাদের কোটি কোটি টাকার সম্পদ পুড়ে বিনষ্ট হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।

Comments

comments