আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, বিকাল ৫:৩৫
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ প্রবেশাধিকার বিষয়ে গন-শুনানি অনুষ্ঠিত

প্রবেশাধিকার বিষয়ে গন-শুনানি অনুষ্ঠিত


পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৩/০৩/২০২২ , ৯:১৮ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


মোঃ ইব্রাহিম , কমলনগর প্রতিনিধি: 
সরকারী সেবায় প্রান্তিক নারী পুরুষদের প্রবেশাধিকার বিষয়ে গন-শুনানি অনুষ্ঠিত হয়। ২৩মার্চ (বুধবার) সকালে কমলনগর উপজেলার চর লরেন্স বাজারে অনুষ্ঠিত হয়।

উপজেলা নাগরিক সহায়তা কমিটির আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও এনআরডিএস যৌথ সহযোগীতায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ আলম।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, চর লরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন মাস্টার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলম, মোঃ জিয়াউল করিম প্রোগ্রাম কোর্ডিনেটর মানুষের জন্য ফাউন্ডেশন, বীরমুক্তিযোদ্ধা ও ডেপুটি কমান্ডার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ হাজ্বী নুরুল ইসলাম, কমলনগর প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ ফয়েজ মাহমুদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রামগতি উপজেলা (এনআরডিএস) প্রকল্প কর্মকর্তা মোঃ শাহজাহান।

আরো উপস্থিত ছিলেন, বিপ্লব ভৌমিক প্রজেক্ট ম্যানেজার এনআরডিএস, নুরে আলম সিদ্দিক মনিটর ওলার্নিং অফিসার এনআরডিএস, মোঃ শাহাদাৎ হোসেন, আফতাব হোসেন পাবেল প্রজেক্ট ফেসিলেটেটর কমলনগর, লক্ষ্মীপুর। প্রকল্প সহায়ক কমলনগরসহ নাগরিক কমিটির সদস্য বৃন্দ।

সভায় সরকারী উদ্যোগের সাথে জনগনের অংশগ্রহন নিশ্চিকতরণ, সমাজ সেবার অধিদপ্তরকতৃক নারি পুরুষের সকল সহায়তা মূলক কর্মসূচিতে প্রান্তিক নারী পুরুষ সম্পৃক্ততা বৃদ্ধিসহ বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীদের সকল সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় ১০০ জন নারী পুরুষ উপস্থিত ছিলেন।

Comments

comments