আজ: ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৪:২১
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ, সিলেট বিভাগ সিলেটের জেলা প্রশাসকের সাথে সিএনজি গ্যাস ফিলিং ষ্টেশন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময়

সিলেটের জেলা প্রশাসকের সাথে সিএনজি গ্যাস ফিলিং ষ্টেশন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময়


পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৩/০৩/২০২২ , ৮:৪৬ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,সিলেট বিভাগ


মোঃ রুবেল আহমদ, সিলেট জেলা প্রতিনিধি :

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সাথে সিলেট বিভাগ সিএনজি গ্যাস ফিলিং স্টেশন, পেট্টোল পাম্প এলপিজি, ট্যাংকলরি, মালিক শ্রমিক ঐক্য পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ মার্চ) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেট বিভাগ সিএনজি গ্যাস ফিলিং স্টেশন, পেট্টোল পাম্প এলপিজি, ট্যাংকলরি, মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগ সিএনজি গ্যাস ফিলিং স্টেশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, সিরাজ হোসেন আহমদ আলমগীর, জুবায়ের আহমদ চৌধুরী, রিয়াশাদ আজিম আদনান, ফয়েজ উদ্দিন আহমদ, হুমায়ুন আহমদ, সাজুওয়ান আহমদ, মো. সিরাজুল হক, সুব্রত ধর বাপ্পি, খান মো. ফরিদ উদ্দিন বাবার, নুরুল ওয়াছে আলতাফি, এনামুল হক রুবেল, লোকমান আহমদ মাছুম, মুশফিকুর রহমান চৌধুরী শাহেদ, মো. আব্দুল মোমিন, জুবের আহমদ খোকন, আফজল আহমদ, ফয়জুল ইসলাম, মনিরুল ইসলাম, মনির হোসেন, রফিকুল ইসলাম, ইকবাল মিয়া, আজিজ মিয়া, স্যার জন রাসু, সুহেল আহমদ, মাহবুবুর রহমান, কাজী মাহবুবুর রহমান, এডভোকেট নাদিম রহমান, আলী আফছর মো. ফাহিম প্রমুখ।
এসময় বক্তারা সিলেট বিভাগ সিএনজি গ্যাস ফিলিং স্টেশন, পেট্টোল পাম্প এলপিজি, ট্যাংকলরি, মালিক শ্রমিক ঐক্য পরিষদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে- সিলেট বিভাগ জালালাবাদ গ্যাস কর্তৃক কোন সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে পারবেন না। যদি বিচ্ছিন্ন করা হয় তবে সিলেট বিভাগের সকল সিএনজি স্টেশন বন্ধ করে দেওয়া হবে। সভায় আরো সিদ্ধান্ত গৃহিত হয়, অবিলম্বে গ্যাসের লোড যেন বৃদ্ধি করা হয়। পেট্রোল, অকটেন, ডিজেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে। সিলেট গ্যাস ফিল্ড থেকে ট্যাংকলরির ডেসপাস চালু করতে হবে। এসময় সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান পরিষদের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

Comments

comments